নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৩১,অক্টোবর :: সোমবার সন্ধ্যায় লক্ষ্মী পুজোর কার্নিভাল দেখতে রীতিমত মানুষের ঢল, জয়পুর থানার খালনায়। দুর্গা পুজোর মতো লক্ষ্মী পুজোতেও বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন করা হয়ে থাকে। এদিন সোমবার লক্ষ্মী পুজোর বিসর্জন উপলক্ষে কার্নিভাল দেখতে এলাকার প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
পাশাপাশি হাওড়া ও তার পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর এবং হুগলি থেকেও অনকেই খালনার উদ্দেশ্যে পাড়ি জমান। উক্ত গ্রামে লক্ষ্মী পুজোই প্রধান উৎসব। তাই গ্রামের নাম ‘লক্ষীর গ্রাম । এখানে প্রায় ৩৫ টির মতো বড় পুজো হয়। যার মধ্যে অধিকাংশই থিমের পুজো। আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পালের পরিকল্পনা ও বিশেষ উদ্যোগে সোমবার এই কার্নিভালের আয়োজন করা হয়।
এবারের কার্নিভালে উক্ত গ্রামের ১৯ টি লক্ষ্মী পুজো কমিটি অংশগ্রহণ করেছে। এই কার্নিভালে বাংলার বিভিন্ন লোকসংস্কৃতিকে উপস্থাপন করা হয়। যার মধ্যে হাওড়া জেলার বিখ্যাত লোকসংস্কৃতি কালিকা পাতাড়ি, পুরুলিয়ার ছৌ নৃত্য এছাড়া গ্রাম বাংলার বিভিন্ন লোক শিল্প। মহিলা ঢাকিদেরও কার্নিভালে যোগ দিতে দেখা যায়।