নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ৩,ডিসেম্বর :: খাঁচায় মাছ ? শুনে অবাক হচ্ছেন ? ঠিক শুনেছেন এবার লক্ষ্মীলাভের উদ্দেশ্যে রাজ্য মৎস্য দপ্তর খাঁচায় মাছ চাষের প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটের (সিফরি) সঙ্গে যৌথ ভাবে বাঁকুড়ার মুকুটমণিপুরের জলাধারে পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে এই প্রকল্প। আপাতত চাষ হয়েছে পাঙ্গাস মাছের।
আজ শণিবার মুকুটমণিপুরে খাঁচা থেকে মাছের সফল আহরণ ও বাজার জাতকরণের অনুষ্ঠানটি আনুষ্ঠিত হয় । এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মৎসমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী । খাতড়া মহকুমা শাসক নেহা ব্যানার্জী, সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজিৎ পাত্র, বাঁকুড়ার জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় সহ অনন্যা বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৎস্য দপ্তর জানিয়েছে, ওই প্রকল্প সফল হলে, রাজ্যের বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের এই পদ্ধতিতে মাছ চাষে সামিল ও উৎসাহ প্রদান করা হবে। মৎস্য দপ্তর সূত্রের প্রাথমিক খবর অনুযায়ী, চাষের অগ্রগতি বেশ সন্তোষজনক। আর কিছু দিনের মধ্যেই সেই মাছ তুলে ফেলা হবে। তখন বোঝা যাবে, খাঁচায় এই পদ্ধতিতে মাছ চাষ কতটা কার্যকর ও লাভজনক হয়েছে।
মৎস্য দপ্তর এও মনে করছে, আগামী দিনে রাজ্যে এই ধরনের মাছ চাষ জনপ্রিয়তা পাবে।
এছাড়াও যেসব মৎসজীবী দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের হাতে অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন রাজ্য সরকারের মৎস বন্ধু প্রকল্পের অধীনের চেক তুলে দেওয়া হয়।