লক্ষ্মী পূজার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গন্ডগোল থামিয়ে স্টেজে গান গাইলেন পুলিশকর্মীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: লক্ষ্মী পূজা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ফুলেশ্বর গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল গ্রামবাসীরা। সেই সংস্কৃতি অনুষ্ঠান ঘিরেই শুরু হয় গন্ডগোল। গন্ডগোল থামানোর জন্য ডায়মন্ড হারবার এসডিপিও মিঠুন কুমার দের নেতৃত্বে ডায়মন্ডহারবার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

ততক্ষণের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডায়মন্ড হারবার থানার পুলিশ। গ্রামবাসীদের বিনোদন দিতে স্টেজে উঠে গান গেয়ে স্টেজ মাতালেন ডায়মন্ড হারবার থানার পুলিশকর্মীরা। ডায়মন্ডহারবার থানার উদ্যোগে আবারও পুনরায় চালু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীদের এ হেনো ভূমিকায় খুশি গ্রামবাসীরা।

গ্রামবাসী জানায়, ডায়মন্ড হারবার থানার পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসীরা। পুলিশকে আমরা আইন-শৃঙ্খলা রক্ষা করতে দেখেছি। কিন্তু গ্রামবাসীদের বিনোদনের ক্ষেত্রেও পিছিয়ে নেই ডায়মন্ড হারবার থানার পুলিশ। গন্ডগোল থামিয়ে গ্রামবাসীদের আনন্দ দিতে নিজেরাই স্টেজে উঠে গান গেয়ে গ্রামবাসীদের বিনোদন দিল।

আমরা এত সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার পাব আমরা ভেবে উঠতে পারিনি। গ্রামবাসীরা অনেক আনন্দ করেছে। ডায়মন্ড হারবার থানার পুলিশ কর্মীদের সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − two =