নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: ঘটনা মুর্শিদাবাদের কান্দি থানার ভান্ডের গ্রামের, গত রাত্রে ভান্ডের সার্বজনীন কোজাগরী লক্ষ্মী প্রতিমা নিরঞ্জন করার পর রাত্রি এগারোটা নাগাদ কিছু অতিউৎসাহী যুবক তাসা বাজিয়ে নাচার জন্য জোরাজুরি শুরু করলে, পুজো উদ্যোক্তারা বাধা দেয় ।
আর যার ফলে মদ্যপ ওই অতি উৎসাহী যুবকদের প্রহরে আহত হন উজ্জ্বল ঘোষ, দিলীপ ঘোষ, অশোক ঘোষ, অনুপ কুমার ঘোষ, উত্তম ঘোষ, উৎপল ঘোষ। আহতদের তড়িঘড়ি চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গ্রামের বাসিন্দা দামোদর পাল, রুদ্রদেব ঘোষ, গৌর পালের নামে আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কান্দি থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।