সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: মঙ্গলবার ১৮,নভেম্বর :: লঞ্চ থেকে হুগলি নদীতে ঝাঁপ দিল এক যাত্রী। নিখোঁজ যাত্রীর খোঁজে হুগলি নদীতে তল্লাশি অভিযান বিপর্যয় মোকাবিলা বাহিনীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার থেকে কুঁকড়াহাটি ফেরী লঞ্চ থেকে এক যুবক ঝাঁপ দেয় হুগলি নদীতে।
ডায়মন্ডহারবার থেকে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যে বছর তিরিশের ওই যুবক হুগলি নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়মন্ড হারবার থেকে যখন ওই লঞ্চটি কুঁকড়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময়
ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের গঙ্গা প্ল্যান্টেশন প্রজেক্ট এর কাছে ওই বছর ৩০ এর ওই যাত্রী লঞ্চে জানলা থেকে নদী জল তোলার চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতাবশত হুগলি নদীতে পড়ে যায় ওই যাত্রী।
প্রত্যক্ষদশীরা চিৎকার শুরু করায় লঞ্চের চালক লঞ্চটি পুনরায় ঘুরিয়ে ঘটনাস্থলে নিয়ে এলে ততক্ষণে ওই যুবক যাত্রী হুগলি নদীতে তলিয়ে যায়। এরপর ডায়মন্ডহারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা, হুগলি নদীতে তল্লাশি অভিযান শুরু করে নিখোঁজ যুবকের সন্ধানে। যদিও গভীর রাত পর্যন্ত ওই নিখোঁজ যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি।