সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: দক্ষিণ বারাসাত এর বাসিন্দা জয়দেব নস্কর গত ১২ বছর ধরে জয়নগরে একটি ইলেকট্রনিক্স স্পেয়ার পার্টস এর দোকানে কাজ করে আসছেন। কর্মসূত্রে জয়নগরে তাকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হয়।
সামান্য উপার্জনে মা-বাবা,ভাই বোন স্ত্রী-পুত্রকে নিয়ে কোনরকমে দিন কাটাচ্ছিলেন জয়দেব। অভাবের সংসারে নিজের ভাগ্যকে যাচাই করার জন্য মাঝেমধ্যে লটারি টিকিট কাটতেন জয়দেব, অবশেষে তাতেই মিলে গেল এক কোটি টাকা।
সংসার চালাতে গিয়ে বাজারে অনেক ধারদেনা করে ফেলেছেন জয়দেব । ভাড়া বাড়িতে থাকতে হয় তাকে, তাই এই টাকা নিয়ে ধার দেনা পরিশোধ করে জায়গা কিনে একটা বাড়ি করার ইচ্ছা আছে তার।
জয়নগর মিত্রগঞ্জ বাজারের দাস লটারির দোকান থেকে ডিয়ার লটারি টিকিট কেটেছিলেন জয়দেব। ওই দোকানের পক্ষ থেকে অভিজিৎ দাস জানান এই প্রথম তাদের দোকানে এক কোটি টাকার পুরস্কার উঠলো এবং খবর পাওয়ার সাথে সাথে তারা পুরস্কার প্রাপকের নাম্বারে ফোন করে জানিয়ে দেন এবং যত দ্রুত সম্ভব ওই টাকা পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান ।