নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২২,মে :: মালদা: গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ ও গাজোল থানার পুলিশের যৌথ অভিযানে পাথর বোঝাই ১৮ চাকা লরির কেবিন থেকে উদ্ধার বিপুল পরিমাণে ব্রাউন সুগার।
প্রায় ৫ কিলো ৬৩৫ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। বুধবার দুপুরে গাজোলের পান্ডুয়া এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে সন্দেহভাজন একটি পাথর বোঝাই লরিটিকে প্রথমে আটক করে পুলিশ।
এরপর তল্লাশি চালাতেই লরির কেবিন থেকে পুলিশ উদ্ধার করে কালো পলিথিন ক্যারিব্যাগে মোড়া ব্রাউন সুগারের প্যাকেট। জেলায় এই প্রথম এত বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ।