নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: শনিবার ১৯,অক্টোবর :: লরির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু, সেই অভিযোগে তৃণমূল নেতাদের দাদাগিরি, কারখানায় ভাঙচুর, নিরাপত্তা কর্মীকে মারধর। গোটা ঘটনার ছবি ধরা পড়লো সিসিটিভি তে। তৃণমূল নেতাদের নামে ওঠা অভিযোগ অস্বীকার ডোমজুড় ব্লক সভাপতি তাপস মাইতির।
ডোমজুড় বিধানসভা এলাকার লিলুয়া চামড়াইলে গতকাল দুপুরে মৃত্যু হয় এক নিরাপত্তা কর্মীর। তখনকার মতো কোনো সমস্যা হয়নি, এরপরেই রাতে এলাকার লোকজনদের নিয়ে হামলার অভিযোগ বিকাশ ও জীবন আইনের। জীবন আইনকে দেখা যায় কর্তব্যরত নিরাপত্তা কর্মীকে মারধর করতে। পাশাপাশি চলে ভাঙচুর লুটপাট। আতঙ্কে বন্ধ কারখানার কাজকর্ম। গোটা ঘটনার তদন্তে লিলুয়া থানার পুলিশ।