নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোক নগর :: লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর উত্তেজিত জনতার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ । ঘটনাটি ঘটে অশোকনগর থানার খোঁজদেল পুর এলাকায় । ওই এলাকার বাসিন্দা মুশারফ সাহাজি সাইকেলে করে বাড়ির দিকে ফিরছিল সেই সময় বনগাগামি একটি লরি পিছন থেকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মুশারফ সাহাজি। অশোকনগর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যায় । ঘটনার পর থেকেই যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা ।