নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ২৫,আগস্ট :: সাতসকালে পথ দুর্ঘটনা নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাস এলাকায়। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরির পেছনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তার ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল একটি লরিটি। ধাক্কার তীব্রতায় বাসে থাকা প্রায় ২০ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ এবং থানার কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।