সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ২৩,জুলাই :: ম্যানচেস্টার টেস্ট ভারতের কাছে মরণ বাঁচন। আজ ভারতীয় সময় দুপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে অভিযানে নামবে ভারত। যদিও সিরিজে পিছিয়ে , তবে শক্ত মনোবল নিয়ে ইংরেজদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গিলরা।
লর্ডস টেস্টে তীরে এসে তরী ডুবেছিল। লর্ডসের রোমাঞ্চ টেস্টের উত্তাপ ম্যানচেস্টারে। ভারতীয় দলের অধিনায়ক লর্ডসে ইংল্যান্ডের খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, লর্ডস টেস্টের তৃতীয় দিনের ঘটনা।
স্পষ্ট করে তিনি জানান ইংল্যান্ডের ব্যাটাররা ৯০ সেকেন্ড দেরিতে ক্রিজে আসেন। ১০ সেকেন্ড কিংবা ২০ সেকেন্ড নয় পুরো ৯০ সেকেন্ড। অনেকেই এই বিষয়ে সুযোগ নিয়ে থাকে, কিন্তু সেই সুযোগের একটা নির্ধারিত সীমা থাকে। ৯০ সেকেন্ড পরে আসা খেলোয়াড় সুলভ মনোভাবের মধ্যে পড়ে না।
প্রথমবার ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন গিল। প্রথমেই বড় সফর, কিন্তু প্রথম টেস্ট থেকে গিলকে অবিচল দেখা গেছে। জয় পরাজয়ের থেকেও বড় কথা তার মধ্যে পজিটিভ মনোভাব রয়েছে। সমালোচনা আর প্রশংসার কাছে নতি স্বীকার করেননি গিল।
সামনের থেকে গোটা সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে ম্যানচেস্টারের অগ্নি পরীক্ষায় কতটা সফল হবেন? সেটা অবশ্য সময় বলবে।