নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: লাইনচ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। হাওড়ার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা।জরুরি ভিত্তিতে ওই লাইনচ্যুত ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন দক্ষিণ-পূর্ব রেলের অধিকারিকরা। যদিও এর জেরে এখনও ওই শাখাতে কোনও ট্রেন বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের খবর নেই।
টাটা স্টিল এক্সপ্রেস এবং তিরুচিরাপল্লী এক্সপ্রেস দুর্ঘটনার জেরে আটকে পড়ে। লোকাল ট্রেন চলাচল ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে, দক্ষিণ-পূর্ব রেল সূত্রে এখনো কিছু জানানো হয়নি।