নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: বিগত বছরগুলিতে কাঁকসার জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে নানান সমস্যার সম্মুখীন হতে হতো। সেই কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের কোনায় কোনায় রাজ্য প্রশাসন।
তেমনি কাঁকসার বিদ বিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের বাস মালিকরাও দাঁড়িয়েছে পরীক্ষার্থীদের পাশে। এই বাসগুলিতে কোন পরীক্ষার্থী উঠলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোন ভাড়া।
পরীক্ষার্থীরা যাতে সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে থেকে চালানো হচ্ছে অতিরিক্ত বাস। ছুটির সময়ও চালানো হচ্ছে পরবর্তী দু’ঘণ্টার জন্য অতিরিক্ত বাস।
বিদ বিহারের শিবপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং বাস ইউনিয়নে করা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ইংরাজি পরীক্ষার দিন উপহার হিসাবে দেওয়া হল পেন, ফুল, টিফিন আর জলের বোতল। বাস ইউনিয়ন এবং তৃণমূলের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা।