লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের জের টাকি রোডে পথ অবরোধ এলাকাবাসীদের।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক এলাকায় ইদানিংকালে বিদ্যুতের লাগাতার লোডশেডিং এ জেরবার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বেশি অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বয়স্করা।

তার ওপরে ভাদ্র মাসে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে বাড়ির বয়স্ক থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।বসিরহাট থানার সাকচুড়ার টাকি রোডে রাস্তায় বেঞ্চ পেতে প্রতিবাদ বিক্ষোভে নামেন গ্রাহকরা। তাদের দাবি ইদানিং কালে লাগাতার দিন ও রাত্রে প্রায় ৬,ঘন্টা লোডশেডিং চলছে। এর জন্যই সমস্যায় পড়েছে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষ।

প্রতিদিন প্রায় দিনরাত্তিরে ছয় ঘন্টা বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ নাগরিক পাশাপাশি স্কুলের ছেলেমেয়েদের। পড়াশুনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কেরোসিন এর দাম অগ্নি মূল্য। অন্যদিকে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে।

পাশাপাশি প্রচন্ড গরমে আগের তুলনায় মানুষ এসি ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। যারফলে বিদ্যুতের ঘাটতি হচ্ছে তাই লাগাতার লোডশেডিং এর প্রতিবাদে বাধ্য হয়ে সাধারণ মানুষ এবার পথে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =