নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৫,অক্টোবর :: গত কয়েক ঘণ্টার লাগাতার বৃষ্টিতে মাথাভাঙ্গা শহরের একাধিক এলাকায় শুরু হয়েছে জল জমে যাওয়ার সমস্যা। মুষলধারে বৃষ্টির কারণে শহরের প্রধান সড়ক থেকে শুরু করে উপশহর অঞ্চলের রাস্তাগুলিও বৃষ্টির জলে প্লাবিত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গা কলেজ পাড়া, স্টেশন রোড, হাসপাতাল সংলগ্ন এলাকা ও পুরাতন বাজার এলাকায় রাস্তাজুড়ে হাঁটুসমান জল জমে গেছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসযাত্রী ও স্কুলপড়ুয়াদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
এলাকাবাসীদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার ত্রুটির কারণেই সামান্য বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ে। “প্রতিবারই এমন হয়, প্রশাসন দেখেও দেখে না,” বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃষ্টির জেরে জমে থাকা জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে এবং পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।