নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ২১,জুন :: সিকিমের পাশাপাশি দার্জিলিং এও ব্যাপক বৃষ্টিপাত । বাড়ছে তিস্তা নদীর জল। দার্জিলিং যাওয়ার রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেজন্যই পর্যটকদের সাবধান করা হয়েছে। অঝোরে বৃষ্টিপাতের মধ্যে হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে দার্জিলিং ও কালিংপং এর রাস্তা প্রায় বন্ধ। তিস্তা নদীর জল বেড়ে গিয়েছে, নদী উপচে রাস্তার উপর চলে এসেছে জল। পেসকের রাস্তায় জল চলে আসার কারণে আপাতত ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিস্তা বাজারের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। ১০ নম্বর জাতীয় সড়কের উপর চলে এসেছে জল, সেই কারণে খুব ধীরে ধীরে যান চলাচল হচ্ছে ওই সড়ক দিয়ে।