নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাটাগুড়ি :: শনিবার ১৫,মার্চ :: শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটে রাতে লাটাগুড়ি জঙ্গলের জাতীয় সড়কে।
প্রসঙ্গত এ বিষয়ে জানা গেছে রিঙ্গামাটি চা বাগানের বাসিন্দা দিপঙ্কর চিক বড়াইক নামের ২৪ বছর বয়সী একজন যুবক স্কুটি নিয়ে লাটাগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় জাতীয় সড়কে পড়ে থাকতে দেখে পথ চলতি যাত্রীরা। পাশেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত স্কুটি । এরপরে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করা হয়।
যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। যুবকের আঘাত গুরুতর হওয়ায় তাকে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।