লাভপুরে কুয়ে নদীর বাঁধ পরিদর্শনে সেচ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার ও বিধায়ক অভিজিৎ সিনহা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লাভপুর :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: প্রতিবছর বর্ষায় কুয়ে নদীর জলবৃদ্ধি লাভপুরের ঠিবা অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বিস্তীর্ণ চাষের জমি প্লাবিত হয়, বাঁধ ভেঙে গ্রামাঞ্চলে দেখা দেয় বন্যার প্রকোপ।

কোটি কোটি টাকা খরচ করে বাঁধ মেরামত হলেও বর্ষা নামলেই ফের বাঁধ ভেঙে যায়, যার ফলে চাষিরা পড়েন চরম ক্ষতির মুখে।এই সমস্যার স্থায়ী সমাধান করতে সেচ দপ্তরের পক্ষ থেকে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ১২ কিলোমিটার দীর্ঘ কুয়ে নদীর বাঁধের মধ্যে ৩ থেকে ৪ কিলোমিটার এলাকা সবচেয়ে বিপদজনক বলে চিহ্নিত হয়েছে। সেখানেই বোল্ডার ও কংক্রিট ব্যবহার করে শক্তিশালী বাঁধ তৈরি করার উদ্যোগ নিয়েছে দপ্তর।

এদিন সেই প্রকল্পের কাজের খতিয়ান পরিদর্শনে আসেন সেচ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সমর সরকার, সঙ্গে ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা।

উপস্থিত ছিলেন লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক, কীর্নাহার থানার ওসি অমিতাভ পাল, তৃণমূল কংগ্রেসের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা আব্দুল মান্নান, পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী সহ সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনের পর প্রশাসন জানিয়েছে, এবার বর্ষার আগে থেকেই বাঁধ মজবুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে সাধারণ মানুষ ও কৃষকেরা বারবার ক্ষতির মুখে না পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =