নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বর্ষাতে অতি বৃষ্টির জেরে নষ্ট হয়েছিল বর্ষাকালীন আমন ধান , টানা বৃষ্টির জেরে মাঠের ধান মাঠেই পরে থেকে অঙ্কুর বের হয়েছিল , তারউপর কৃষকরা সঠিক সময়ে মধ্যে ঘরের লক্ষীকে বাড়িতে এনে তাকে ঝরাই করে বস্তাবন্দি করতে নাকানি চোবানি খেতে হয়েছিল ।
তার উপর দীর্ঘদিনধরে পাকা ধান জলা-জমিতে পড়ে থাকার জন্য ” ধানের গায়ে কালো স্পট পড়ে যাওয়াতে সেই ধানকে স্থানীয় মার্কেটে বিক্রি করতে হয়েছিল অর্ধেক মূল্যে। সবমিলিয়ে ব্যাপকভাবে ক্ষতির সমুখীন হতে হয়েছিল বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলার কৃষকদের ।
এবার লাভের আশায় বাঁকুড়ার চাষীরা এই বৎসর বোরো ধান চাষে মন দিয়েছেন, চাষীরা চাইছেন আগের আমন ধানের চাষের যে আর্থিক ক্ষতিটা হয়েছিল। তা যদি এই বোরোধানের চাষ থেকে কিছুটা লাভ পাওয়া যায় ।
তাই একদম চৈত্রের শেষ মুহূর্তের আলু তোলার পরে সেই জমিতেই বোরোধান রোপনের কাজে মনদিয়েছেন দাসদিঘি গ্রামের কৃষকরা। চলছে বিঘার পর বিঘা ধান রোয়ার কাজ ।