নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ৯,নভেম্বর :: দীর্ঘ পাঁচ বছর ধরে লায়ন্স ক্লাব কোচবিহার বাবা মদনমোহন ঠাকুরের রাস মেলায় আশা ভক্তদের বিনা পয়সায় রুটি সবজি খাওয়ার জলের ব্যবস্থা করে থাকেন লায়ন্স ক্লাব রয়েলসের সদস্যরা |
চোখের সামনে মেশিনের দ্বারা রুটি তৈরি হয়ে থাকে। আজকে লায়ন্স ক্লাব রয়েলসের পক্ষ থেকে ২০০০ জন মানুষের হাতে রুটি সবজি জলের ব্যবস্থা করেছেন। সকাল ১১ টা থেকে ৪ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
রাসমেলা উপলক্ষে ১৫ দিন ধরে সকল মানুষদের প্রতি সবজি এবং জলের ব্যবস্থা করবেন লাইন্স ক্লাবের সকল সদস্যরা আজকের কর্মসূচি ভীষণভাবে সহযোগিতা করেছেন লায়ন্স ক্লাব রয়েল এর সকল সদস্যরা আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি চন্দন দাস মহাশয় ।

