নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: দিল্লি লালকেল্লায় বিস্ফোরণে হাই আলার্ট জারি করা হলো হাওড়া স্টেশন এবং হাওড়া স্টেশন চত্বর। হাওড়া আরপিএফ পুলিশের নাকা চেকিং শুরু করল।
বিস্ফোরণের ঘটনার পর সতর্ক হলো হাওড়া। রেল পুলিশ আরপিএফ এর তরফ থেকে নাকা চেকিং। পাশাপাশি শালিমার স্টেশন এবং সাঁতরাগাছি স্টেশনে জি আর পি এবং আর পি এফ তরফ থেকে নাকা চেকিং করা হলো।।

