নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শনিবার ৬,সেপ্টেম্বর :: লালকেল্লার ভেতর থেকে সোনা ও হীরে খচিত কোটি টাকার মুল্যের এক বিরল কলসি চুরি হয়ে গেছে। ঐতিহাসিক এই স্থাপনা থেকে এমন মূল্যবান জিনিস চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার ১৫ নম্বর গেটের কাছে লালকেল্লা পার্কে জৈনদের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই চুরির ঘটনা ঘটেছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্দেহভাজন সাদা বস্ত্র পরে পুরোহিতের ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে গিয়েছিলেন। আর এই সুযোগেই সোনার কলসি চুরি করে অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কলসির মূল্য প্রায় এক কোটি টাকারও বেশি। ওই কলসি ছাড়াও আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। যার মধ্যে রয়েছে ৭৬০ গ্রামের একটি সোনার নারকেল, সোনার আরও কয়েকটি জিনিস।
সূত্রে খবর, কলসিটি সংরক্ষিত ছিল কড়া নিরাপত্তার মধ্যে। তবে চোরেরা চতুরতার সঙ্গে ছদ্মবেশ নিয়েই প্রবেশ করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, এক ব্যক্তি পুরোহিত সেজে জায়গাটিতে ঢুকেছিল। তার পরেই মিলেছে নিখোঁজ কলসির খবর।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজনের শনাক্তকরণ চলছে। ঐতিহাসিক লালকেল্লার ভেতর এমন দুর্ধর্ষ চুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।