লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ঘোষণা মোদীজির যুবরা বেসরকারি চাকরি পেলেই সরকার দেবে ১৫ হাজার টাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ১৫,আগস্ট :: লালকেল্লা থেকে যুব সমাজের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করলেন প্রথম বেসরকারি চাকরিতে ঢুকলেই সরকার দেবে পনেরো হাজার টাকা ।

প্রধানমন্ত্রীর কথায়, স্কিল ডেভেলপমেন্ট, স্ব-রোজগার, ইন্টার্নশিপের অভিযান চলছে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শুরু হচ্ছে। এই যোজনার অধীনে প্রথম চাকরিতে ১৫ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে। সাড়ে ৩ কোটি যুবদের রোজগারের মাধ্যম হয়ে উঠবে এটি।

এই যোজনায় দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ১.৯২ কোটি উপভোক্তাই হবে ফ্রেশার। এই প্রকল্প দুটি ভাগে বিভক্ত। প্রথম চাকরি যাঁদের, তাঁরা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এ রেজিস্টার হলেই এক মাসের ইপিএফ বেতন, যা সর্বাধিক ১৫ হাজার টাকা হবে, তা পাবেন। দুই কিস্তিতে এই টাকা পাওয়া যাবে।

১ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বেতন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে ৬ মাস চাকরি করার পর। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে ১২ মাস পর। এই ভাতার একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত ডিপোজিট অ্যাকাউন্টে ফিক্সড করা থাকবে। পরে সেই টাকা তুলে নেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eighteen =