নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লালগোলা :: শনিবার ৪,অক্টোবর :: লালগোলার তারানগর ও রাধাকৃষ্ণপুরের প্রায় দুই শত পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
ভয়ঙ্কর ভাঙনে বি এস এফদের টহলদারির একমাত্র রাস্তাও ভেঙে এখন পদ্মাগর্ভে। বেসরকারিভাবে ত্রাণ সামান্য এলেও নেই কোন স্থায়ী সমাধান। মানুষ দুশ্চিন্তায় আছে।