দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঘুরতে বেরিয়ে পুলিশ আর বনদফতর এর হাতে বন্দী। আপাতত ঠিকানা রেসকিউ সেন্টারে। ২৫ শে ডিসেম্বর সবাই উৎসব মুখি। ঘুরতে বেরিয়েছে সবাই। তাই জঙ্গল থেকে বেরিয়ে নদীর চরে ঘুরে বেড়াচ্ছিলো একটি চিতল হরিণ।
লালগড়ের কংসাবতী নদীর বালিশিরা নদীর চরে আরামে ঘুরে বেরাচ্ছিলো। খবর জানা জানি হতেই লালগড় থানার পুলিশ, লালগড় বনবিভাগ ও স্থানীয় মানুষ আটক করে তাকে।
উদ্ধার করে হরিণটিকে লালগড় রেঞ্জ অফিস নিয়ে আসা হয়। স্বাস্থ্য পরীক্ষা করে সেখান থেকে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে স্থানান্তরিত করা হয়। কয়েক দিন নজরদারি তে রেখে তার পর সিদ্ধান্ত নেওয়া হবে হরিণ টি জুওলজিকাল পার্কে থাকবে না জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে লালগড়ে হরিন পাওয়ায় খুশি বনফতর। তার মানে সেখানকার জঙ্গলে আরো হরিণ থাকার সম্ভাবনা আছে।