দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: লালগড়ে মাওবাদী পোষ্টার। পিএলজিএ এবং সিপিআই মাওবাদী র নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায়। লালগড় থানা থেকে মাত্র ৪/৫ কিমি দূরে মেন রাস্তার উপর পাওয়া যায় পোষ্টার গুলি। থানার এত কাছে পোষ্টের পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।
যদিও এব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ। আদিবাসী মূলবাসী দের জল জঙ্গল জমির অধিকার এর দাবিতে যুব সমাজকে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সরকারের সমলাচনা করে দুর্নীতি গ্রস্ত তৃনমূল নেতাদেরকেও হুশিয়ারী দেওয়া হয়েছে পোষ্টার গুলিতে।
সম্প্রতি সিপিআই মাওবাদীদের নামে পোষ্টার পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে পিএলজিএ র নামে করে পোষ্টার এই প্রথম। যা যথেষ্ট ভাবাচ্ছে পুলিশ ও গোয়েন্দা দের।