দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: লালগড় :: লালগড় রেঞ্জের কন্যাবালির লোকালয়ে অজানা জন্তুর পায়ের ছাপ বনবিভাগের লালগড় রেঞ্জের লক্ষণপুর, কুমিরকাতা, কণ্যাবালির জঙ্গলে কয়েকদিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে । মঙ্গলবার সকালে কন্যাবালি গ্রামের লোকালয়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা।ওই অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ ২০১৮ সালে যেভাবে পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছিল সেই ভাবেই পায়ের ছাপ গুলি লক্ষ্য করা যাচ্ছে। তাদের আশঙ্কা ওই অজানা জন্তুটি বাঘ হবে। কিন্তু বন বিভাগের ভূমিকা সেভাবে তারা দেখতে পায় নি। যার ফলে বাঘের আতঙ্কে আতঙ্কিত ওইএলাকার বাসিন্দারা।
বাঘের আতঙ্কে গ্রামবাসীরা গরু ,ছাগল জঙ্গলে নিয়ে যেতে সাহস করছে না। যার ফলে বাড়িতে বেঁধে রাখতে হয়েছে গরু-ছাগল।তাই সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।