নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ২৪,জুলাই :: গবেষণার জন্য মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সরদার। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতি ছাত্রী। লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি। শর্মীর আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতী গবেষকের।
উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নং নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর ২৭ এর ছাত্রী শর্মি সরদারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল। এরমধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন। বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন মহা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তাঁর।
সেইমতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সাড়া মিলেছে। মূলতঃ লিভার ক্যান্সারের মত জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি। চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে, তারপরেই স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন।
তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি বলেন, এর আগেও আমি ব্রেস্ট ক্যান্সারের উপর রিসার্চ করেছি তাতে আমি যথেষ্ট সাফল্য লাভ করেছি। এবার আরও বেশি সাফল্য অর্জন করতে এবং মানুষের পাশে দাঁড়িয়ে যেন তাদের উপকার করতে পারি।