নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়িয়া :: শনিবার ২৫,নভেম্বর :: লিভ ইন পার্টনারকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাতের শিরা কাটার অভিযোগ ৷ আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে ভর্তি আক্রান্ত ৷ ঘটনাটি ঘটেছে গড়িয়া ষ্টেশন সংলগ্ন নতুনপাড়া এলাকায় শুক্রবার রাতে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবু নামে এক যুবক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের সন্ধানে নানান জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

গতকাল সন্ধে থেকেই চরম অশান্তি শুরু হয় দুজনের মধ্যে ৷ তখনই ধারালো কিছু দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে দেয় ৷ স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানার পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মহিলাকে উদ্ধার করে ৷ রাতে প্রথমে তাকে সোনারপুর গ্রামীন হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেথানেই আপাতত চিকিৎসাধীন তিনি ৷