নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার লিলুয়ার চামরাইলে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে বৈদ্যুতিক পাওয়ার হাউসের পাশে একটি মোম কারখানায় সোমবার রাতে ভয়াবহ আগুন লাগে। মোম তৈরির জন্যে মজুত থাকা প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ ধারন করে।
ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে। বৈদ্যুতিক পাওয়ার হাউসে আগুন ছড়িয়ে পড়লে চামরাইলের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ার আশঙ্কা করে স্থানীয় মানুষ। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।