লুকোচুরি খেলার অবসান ভুবনেশ্বরী এলাকার বাঘ ফিরে গেল জঙ্গলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: রবিবার ২২,ডিসেম্বর :: লুকোচুরি খেলার অবসান ভুবনেশ্বরী চরে বাঘ ফিরে গেল জঙ্গলে। বনদপ্তরে কর্মীদের তৎপরতায় বাঘটিকে জঙ্গলে পুনরায় ফেরত পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুলতলী ব্লকে মইপিট কোস্টাল থানার গুড়গুড়িয়া এলাকার ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দেবীপুর গ্রামে দাসপাড়া এলাকায় বুধবার রাতে বাঘের গর্জন ও বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে এরপর শুরু হয় তল্লাশি সারারাত মশাল ও আলো নিয়ে গ্রাম পাহারা দেয় গ্রামবাসীরা।

সকলেও এলাকা লাগোয়া জঙ্গলে বন কর্মীরা তল্লাশি অভিযান চালায়। বৃস্পতিবার রাতে নদীর পাড়ে মোবাইলে কথা বলার সময় স্থানীয় এক যুবকের উপর হামলা করে বাঘ।এই হামলার ঘটনায় জখম হয় রাহুল হালদার নামে নবম শ্রেণির এক ছাত্র। স্থানীয়রা জখম হয় ছাত্রকে উদ্ধার করে কুলতলি জয়নগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এই হামলার ঘটনা পর আরো আতঙ্কিত হয়ে পরে গ্রামবাসীরা।আরো তৎপর হয় দপ্তরের কর্মীরা এবার বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বাঘের গতিপথ অনুসরণ করে এবং বনদপ্তরের পক্ষ শব্দবাজি ফাটানো হয়। এরপর শনিবার সকালে কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দেবীপুর গ্রাম থেকে ৪ কিলোমিটার দূরে বৈকন্ঠপুর গ্রামের ধান জমিতে বাঘের পায়ের ছাপ দেখে যায়।

এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের জয়েন্ট ডিরেক্টর রাজা দত্ত ও দক্ষিণ ২৪ পরগনার জেলা বনবিভাগের আধিকারীক নিশা গোস্বামীর নেতৃত্বে একটি দল গঠন করা হয় এরপর ওই এলাকায় বাঘের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে বনদপ্তরের কর্মীদের সামনেই লোকালয় থেকে খাল পার হয়ে পুনরায় জঙ্গলে চলে যায় বাঘ। পুনরায় জঙ্গলে চলে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 12 =