নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: লুপ পুলের রাস্তার কাজের জিরো পয়েন্টে রেললাইনের ওপর স্টীল গার্ডার বসানোর কাজ শুরু হলো । শুরুর আগে এদিন নিয়ম মেনে পুজো-অর্চনার পর ভারী মেশিনপত্রের সাহায্যে কাজ শুরু করা হয়।
নির্মানকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার সুমিত জয়সোয়াল বলেন,’দু’পাশের ফ্লাইওভারের মাঝে রেললাইনের ওপর ৪৪ মিটার গ্যাপ রয়েছে।ভারি স্টিল গার্ডার বসিয়ে এই গ্যাপ পূরন করা হবে।
“জানা গিয়েছে যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে এই কাজের জন্য শিলিগুড়ি-আলিপুরদুয়ার জংশন রেলপথে কাজের দিনগুলোতে রেল ব্লক’দেওয়া হবে। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে কাজের সময় এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ব্লকের মধ্য দিয়ে যা শুরু হতে চলেছে।
বস্তুত, বাগ্রাকোট ও ওদলাবাড়ির মাঝামাঝি চাঁদমারি এলাকায় ৭১৭ এ জাতীয় সড়কের জিরো পয়েন্টে রেললাইনের দু ধারের অ্যাপ্রোচ রোড সহ ফ্লাইওভার নির্মান কাজ তিন বছর আগেই শেষ হয়ে গিয়েছিলো।
শুধুমাত্র রেললাইনের ওপর স্টীল গার্ডার বসানোর কাজ না হওয়ায় যানবাহন চলাচল শুরু করা যায় নি।প্রজেক্ট ম্যানেজার সুমিত জয়সোয়াল জানিয়েছেন,স্টিল গার্ডার বসানোর পর প্রথমে ঢালাইয়ের কাজ হবে,তার ওপর ম্যাস্টিক বিছিয়ে রাস্তা তৈরি হবে।
সমস্ত নির্মানকাজ শেষে লোড টেস্টিং করার পর আগামী এপ্রিল মাস নাগাদ এই ফ্লাইওভার ব্যবহার করে পুরোপুরি যানবাহন চলাচল শুরু করানো যাবে

