কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল। কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে শীতকালীন অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু করে বিরোধীরা।
ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান তারা। তার পরই সংসদের দুই কক্ষেই অধিবেশন স্থানীয় সময় বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার। বেলা ১২টায় অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্যাহার বিল-২০২১ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। ধ্বনি ভোটে তা সঙ্গে সঙ্গেই পাশ হয়ে যায়। বিরোধীরা কৃষি আইনের ওপর আলোচনার যে দাবি করেছিল, তা খারিজ করে দিয়েছে সরকার পক্ষ।