লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবহারে বড় বদল আনল নির্বাচন কমিশন।

আনন্দ মুখোপাধ্যায়  :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক  :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবহারে বড় বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে প্রার্থীর নাম ও দলের প্রতীক ছাড়াও ইভিএমে দেখা যাবে প্রার্থীর ছবি।

কমিশন জানিয়েছে, ভোটাররা যাতে বিভ্রান্ত না হন এবং নাম-প্রতীক একই রকম হলে সঠিক প্রার্থীকে সহজে চিহ্নিত করতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে ছবিটি জমা দেওয়া হবে, সেটিই ইভিএমে ব্যবহৃত হবে।

নির্বাচন কমিশনের মতে, প্রার্থীর ছবি যুক্ত হওয়ায় স্বচ্ছতা ও আস্থা আরও বাড়বে। ভোটাররা প্রতীক ও নামের পাশাপাশি সরাসরি ছবিও দেখে ভোট দিতে পারবেন।

এভাবে সাধারণ ভোটারদের জন্য ইভিএম আরও ব্যবহার বান্ধব হয়ে উঠবে বলে মনে করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =