নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৭,এপ্রিল :: লোকসভা নির্বাচনের আগে গুলি চললো হাওড়ার লিলুয়ার থানার অন্তর্গত এন রোড এলাকায় । এক ব্যক্তিকে গুলি করে দুটি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে ।

স্থানীয় বাসিন্দা দেবাংশু দত্ত জানান, ‘ আগে অসামাজিক কাজে যুক্ত থাকলেও বছর দুয়েক আগে ও সব ছেড়ে দিয়েছে। এখন এলাকাতে কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ে। এহেন ব্যক্তির উপর কেন আক্রমণ হল সেটা স্পষ্ট নয়। একটা বুলেট বাইকে চড়ে হেলমেট পরে আততায়ীরা এসেছিল, কেউ বুঝতে পারে নি। এখন আমরাও আতংক থাকবো এখানে যাতায়াত করার জন্য।’