লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: বুধবার ২৮,ফেব্রুয়ারী :: লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়ায় মঙ্গলবার প্রশাসনিক সভা সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুরুলিয়ার শিমুলিয়ার ব্যাটারি ময়দানে অনুষ্ঠিত হওয়া এই সভা থেকে এদিন তিনি একগুচ্ছ প্রকল্পের সূচনা ও কাজের শিলান্যাস করেন।

এদিন পুরুলিয়ার সভা থেকে মোট ৪৩০ টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার প্রকল্প ব্যয় ৩৬২.৩০ কোটি টাকা। এই মঞ্চ থেকেই মোট ২৮১ টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। যার মোট প্রকল্প ব্যয় ৩৯৯৯.৬২ কোটি টাকা। উল্লেখযোগ্য, প্রকল্পের মধ্যে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শ্যাম স্টিলের রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী কর্মনগরীর কারখানা উল্লেখযোগ্য।

অন্যদিকে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “নির্বাচনের সময় এসে আবার ভাঁওতা দিয়ে যাবে। বলবে, উজ্জ্বলা দিয়ে যাচ্ছি, তার পর আর থাকে না। নির্বাচনের আগে এসে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা ? বিজেপি-র কথা শুনবেন না। ওদের বন্ধু সিপিএম, বাংলায় কংগ্রেসও। বড় বড় কথা বলে শুধু। কাজ করে না। আমি কথা দিলে, কথা রাখি।”

কেন্দ্রকে তুলোধোনা করার পাশাপাশি দলকেও লোকসভা ভোটের আগে বড় সতর্কবাণী দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, “আমি সবাইকে বলব তৃণমূলের পঞ্চায়েত, জেলা পরিষদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। আমার সঙ্গে যারা দল করবেন যারা এই কথাটা বিশ্বাস করবেন, তৃণমূল কংগ্রেস করলে মানুষকে বঞ্চনা করা যাবে না। এটাই আমার শেষ কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =