নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৯,মার্চ :: লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে উঠলো তুফানগঞ্জে। বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপির গোষ্ঠী কোন্দলের কথা। সোমবার রাতে তা ভয়ংকর রূপ ধারণ করে ।
তুফানগঞ্জ মহকুমা বিজেপি কার্যালয় কার দখলে থাকবে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বেধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সাথে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।
তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠীর বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসাবে পরিচিত কোচবিহার জেলা কিষান মোর্চার সহ-সভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশকিছু বিজেপি পুরনো কর্মী।
জানা যায় সোমবার রাতে জেলা কিষাণ মোর্চার সহ-সভাপতি প্রসেনজিৎ বসাক সহ কর্মীরা বিজেপি কার্যালয়ে আসেন। সেই সময় কার্যালয়ে বৈঠক করছেন তুফানগঞ্জ শহর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি শুভাশিস ধর। বৈঠক চলাকালীন প্রসেনজিৎ বাবু সহ কর্মীরা বাইরেই ছিলেন।
কিন্তু বৈঠক শেষে শুভাশিস ধর তিনি দলীয় কার্যালয়ে বন্ধ করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন শহর মণ্ডল সভাপতির নিষেধ রয়েছে ।এক প্রকার দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবেশে বাঁধা দেওয়া হয়।সেই সময় দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড বেধে যায়।
দুই পক্ষের মধ্যে এক প্রকার হাতাহাতিতে পৌঁছার উপক্রম হয়। ঘটনাস্থলে উপস্থিত হন তুফানগঞ্জ বিধানসভার কো কনভেনার নিখিল বড়ুয়া। তার উপস্থিতিতে চাবি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে প্রসেনজিৎ বসাক সহ অন্যান্যরা।
এ বিষয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি শুভাশিস ধর জানান যারা বিজেপি কার্যালয়ে বাঁশ দিয়ে আঘাত করে, ভাঙচুর চালায় তারা আদও বিজেপি কর্মী কিনা সন্দেহ রয়েছে। বিজেপি তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল জানান কোন গোষ্ঠী কোন্দল নয় দল বড় হয়েছে তাই একটু কথা কাটাকাটি হয় সকলেই বিজেপি কর্মী এখানে কোন গোষ্ঠী নেই।