সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শুক্রবার ২১,জুন :: মথুরাপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসন, তার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে ৬টি আসন পায় তৃণমূল কংগ্রেস, এবং ৯টি আসন পায় বিরোধী, সেই ৯টি আসন নিয়ে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পরে জয়লাভ করে, এবং বোর্ড গঠন করে বিজেপি ।
গত পঞ্চায়েত নির্বাচন থেকে খবরের শিরোনামে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত, তারপরে ২০২৪ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস থেকে জয় লাভ করে বাপি হালদার। পরে তিনি সাংসদ হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের ।
পরে বিরোধীদের ৯টি আসনের মধ্যে সিপিএম থেকে ২জন, নির্দল থেকে ২জন, বিজেপি থেকে ৫ জন সদস্য সদস্যা শুক্রবার সাংসদ বাপি হালদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ।তার ফলে বিরোধীদের আসন সংখ্যা হয় শুন্য । ১৫টি আসন নিয়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত গঠন করে তৃণমূল কংগ্রেস।