সুদেষ্ণা মন্ডল :: গোসাবা :: সংবাদ প্রবাহ :: সোমবার ২২,মে :: লোকালয়ের পুকুরে ঢুকে পড়ল কুমির । আর এতেই আতঙ্কিত গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের মন্মথনগরের ঘটনা। সেখানকার সন্তোষ বর্মন নামে এক ব্যক্তির পুকুরে কুমির ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ায়।
রবিবার গভীর রাতে হঠাত্ গ্রামবাসীদেরই কয়েকজন বুজতে পারেন গ্রামে কুমিরের অস্তিত্ব । এরপর তারা বাইরে বার হলে লক্ষ্য করেন স্থানীয় একটি পুকুরের পাড়ে একটি বিশাল কুমির শুয়ে রয়েছে। আতঙ্কে শিউরে উঠলেও সম্বিত্ হারাননি তাঁরা। দ্রুত খবর পাঠান গোসাবা রেঞ্জের আধিকারিকদের কাছে । কিন্তু গ্রামবাসীদের আওয়াজে ততক্ষনে কুমিরটি পুকুরের জলে নেমে পড়ে।
স্থানীয়দের দাবী , মন্মথনগর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। সেই নদী থেকে উঠেই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে কুমিরটি। খবর পেয়ে গোসাবা রেঞ্জের কর্মীরা পৌঁছায় সেখানে। কুমিরটিকে উদ্ধার করার চেষ্টা করেন । যতক্ষণ পর্যন্ত তার হদিশ না মিলছে আতঙ্কে রয়েছেন গ্রামের মানুষজন ।