নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সোমবার ১৭,জুলাই :: সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমায় লোকালয় থেকে উদ্ধার হল কুমির শাবক। বনবিভাগের কর্মীরা বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় উদ্ধার করেন ওই কুমীর শাবককে। পাথরপ্রতিমার লক্ষ্মী জনার্দনপুর এলাকায় সুকুমার রুইদাস নামে এক ব্যক্তির পুকুরে একটি কুমির শাবক ঢুকে পড়ে।
এরপর স্থানীয়রা তড়িঘড়ি বনবিভাগের অফিসে খবর দেন । খবর পেয়ে কুয়েমুড়ি বিট অফিসের কর্মীরা সোমবার বিকালে ঘটনাস্থলে এসে পৌঁছান । এরপর দীর্ঘ কসরত শেষে কুমীর শাবকটিকে উদ্ধার করেন । বনকর্মীদের অনুমান ভগবতপুর কুমির প্রকল্প থেকে ওই কুমির শাবকটি কোনোভাবে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছিল ।
বন আধিকারিকরা তাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যান । সম্প্রতি এর আগেও বেশ কয়েকবার পাথরপ্রতিমার বিভিন্ন এলাকায় কুমীর শাবক বা পূর্ণবয়স্ক কুমীর লোকালয়ে ঢুকে পড়ার মতন ঘটনা ঘটেছে।