ফের লোকাল ট্রেন দাঁড় করানোর দাবিতে বিক্ষোভে শামিল নদিয়ার জালালখালি এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন। মঙ্গলবার, সপ্তাহের কর্মব্যস্ত দিন সকাল থেকে রেললাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলতে থাকায় শিয়ালদহ মেন শাখার বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। সময়মতো গন্তব্যে পৌঁছতে যাত্রীরা রীতিমতো হিমশিম খান। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় জালালখালি হল্ট স্টেশনের আগে।
বিক্ষোভকারীদের একটাই দাবি, জালালখালি হল্ট স্টেশনে সব ট্রেন দাঁড় করাতে হবে। যতক্ষণ না রেল আধিকারিকদের তরফে এই মর্মে লিখিত আশ্বাস মিলছে, ততক্ষণ অবরোধ তুলবেন না। জালালখালি হল্টে ট্রেন দাঁড় করানোর দাবি নতুন নয়, দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই একই দাবিতে রেল অবরোধ হয়েছে। সেসময় রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও লাভ হয়নি। পরবর্তী সময়েও এই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না। ফলে যাত্রীবিক্ষোভের ঘটনা প্রায় নিত্যদিনের।