নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুতি :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: বন্ধন লোনের কিস্তি শোধ দিতে না পারায় পারিবারিক অশান্তি। লোনের চাপ সহ্য করতে না পারায় চলন্ত মালগাড়ি ট্রেনের তলায় মরণঝাঁপ গৃহবধূর। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল ৪ সন্তানের এক মায়ের।
লোনের টাকা শোধ দিতে না পারায় মালগাড়ির তলায় কাটা পড়ে মৃত্যু হলো ৪ সন্তানের এক মায়ের। মুর্শিদাবাদের সুতির কয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার মালদা ডিভিশনের নিমতিতা ও সুজনিপারা স্টেশনের মাঝের ঘটনা।
মৃত ওই গৃহবধূর নাম রেনু বিবি (৪০) তার বাড়ি সুতি থানার লিচুতলা গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানা পুলিশ ও রেল পুলিশ। জানা গিয়েছে বন্ধন লোনের কিস্তির টাকা শোধ দিতে না পারায় পারিবারিক অশান্তি হয়। দিনের পর দিন পারিবারিক অশান্তির জেরে। মানসিক অবসাদে ভুগছিল এর রেনু বিবি।
বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ হঠাৎই নিমতিতা ও সুজনিপারার মাঝে রেললাইনে চলন্ত মালগাড়ির তলায় মরণঝাঁপ দেয় ওই গৃহবধূ। মাল গাড়ির চাকায় দ্বিখণ্ডিত হয় গৃহবধুর দেহ।