লোনের নাম করে লক্ষাধিক টাকার আত্মসাৎ এর অভিযোগ এক মহিলার বিরুদ্ধে নলহাটি থানার দারস্থ প্রতারিত রা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: রবিবার ১,সেপ্টেম্বর :: ঘটনাটি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত কয়থা র। আজ সকাল সাড়ে দশটা নাগাদ কয়টা গ্রাম থেকে ১০০রও বেশি গ্রামবাসী পুরুষ ও মহিলা প্রতারণার অভিযোগ দিতে আসেন নলহাটি থানায়।।

সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন রশিদা বিবি লোনের টাকা পাইয়ে দেবার নাম করে গ্রামের অসংখ্য ব্যক্তিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার আত্মসাৎ করেছেন বলে দ্বারস্থ হয়েছেন নলহাটি থানায়।
বিভিন্ন ধরনের প্রতারণা আমরা শুনেছি কিন্তু আজকে যে প্রতারণার কথা বলব একটু আলাদা, গ্রামের অসহায় মহিলাদের স্বনির্ভর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোভ, লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ।

প্রায় ১৫০ জন মহিলার ও পুরুষদের কাছ থেকে লোন নিয়ে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। কোন কোন ব্যক্তি অভিযোগ করেন গ্রামে লোন হবে রসিদা র রেফারেন্স ছাড়া লোন হবে না । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নলহাটি থানার কয়থা র নিমতলা গ্রামে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নলহাটি থানার দ্বারস্থ হয় প্রতারিতরা । এক মহিলা অভিযোগ করেন রশিদার সঙ্গে জড়িত আছেন গ্রামের আরও এক ব্যক্তি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =