নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ১৪,নভেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার গোপালপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা খাটরা গ্রামের ঘটনা। নির্বাচন শেষ হতেই একে অপরের উপর বাশ লোয়ার রড নিয়ে হামলা চালায়। অভিযোগ মাথা ফাটিয়ে দেয় পাচজন তৃণমূল কর্মী জখম হয়েছে।
তাদেরকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর অঞ্চলে। জখম তৃণমূল কর্মী অরুন মন্ডল বলেন, আমাদের বিভিন্ন ন্যায্য দাবি থেকে বঞ্চিত করে রেখেছে নেতৃত্বরা তার জন্য আমরা একাধিকবার প্রতিবাদ করেছি কোন কর্ণপাত করেনি ।
বাধ্য হয়ে আজ ভোট মিটে যাবার পর আন্দোলন করছিলাম যার কারণে নির্বাচন শেষ হতেই আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূলের সিরাজ গোষ্ঠী। তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া উপ নির্বাচন পর্ব শেষ হতেই আগুন জ্বলে উঠলো গোপালপুর অঞ্চলে।