নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২২,জুলাই :: গত তিন দিন ধরেই শক্তিগড়ের ল্যাংচা হাবগুলোতে অভিযান চলছে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। প্রথম দিন শুধু সতর্ক বার্তা দিয়েই চলে এসেছেন। তারপরে তো সবটা দেখে চক্ষু চড়কগাছ।
জেলা উপস্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামীর কথায়, “আমরা গ্রামে গোডাউনেও যাই। পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরাও ছিলেন। আমি নিজে ছিলাম। চক্ষু চড়ক গাছ। কুইন্টাল কুইন্টাল ল্যাংচা গত এক মাস ধরে ভেজে রাখা। ছত্রাক পড়ে গিয়েছে ল্যাংচায়।
সেগুলি খেলে অবধারিত মানুষ অসুস্থ হবেন। ল্যাংচা ভাঙছি, ভিতরে ছত্রাক। প্রতিটা এরকম। তিন কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করতে হয়েছে।” এখন প্রশ্ন সেই বিষাক্ত ল্যাংচা কি করা হবে? তিনি স্পষ্ট করে বলেন, সব মাটির তলায় পুঁতে দেওয়া হবে।