নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৭,নভেম্বর :: রেললাইন থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় হাওড়া বর্ধমান কর্ড শাখার শক্তিগড় ও পাল্লা রোড স্টেশনের মধ্যবর্তী জায়গা থেকে।
উদ্ধার হয় ঐ ব্যক্তির রক্তাক্ত দেহ।ওই ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। জামালপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ঐ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ব্যক্তির নাম এবং পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। মৃত ব্যক্তিকে উদ্ধার করে আরপিএফের পক্ষ থেকে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয়। রক্তাক্ত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে নিয়ে আরপিএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
কামারকুন্ডু জিআরপির পক্ষ থেকে মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য তা খতিয়ে দেখছে কামারকুন্ডু জি আর পি।