শক্তিগড় থানার গাংপুরে শনিবার ১৯৯৩ সালের ১৬৫ ব্যাচের পুলিশ কর্মীর উদ্যোগে পূর্ন তৃতীয় মিলন উৎসব পালিত হলো।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ;: শক্তিগড় :: শক্তিগড় থানার গাংপুরে শনিবার ১৯৯৩ সালের ১৬৫ ব্যাচের পুলিশ কর্মীর উদ্যোগে পূর্ন তৃতীয় মিলন উৎসব পালিত হলো। এই দিন সর্বমঙ্গলা বাড়িতে পুজো দিয়ে, কেক কেটে অনুষ্ঠানটি পালিত হয়। এই অনুষ্ঠানে ৬০ জন উপস্থিত হয়।এরা রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত।

আজ এই দিনটিকে উপভোগ করার জন্যে তাঁরা এইখানে উপস্থিত হয়েছে।কারণ পুলিশের কাজ এমনি যে তাদের ঘর থেকেও ঘর নেই, সারটা দিন রাত তাদের জন সাধারণের সেবায় লেগে থাকতে হয়।এমন কি পুজো তে সবাই যখন আনন্দ করে,তখন পুলিশ সেই আনন্দ ব্যাঘাত না ঘটে, তার জন্যে তাঁরা নিজেদের আনন্দ টাকে ভুলে জনসাধারণের সেবায় লাগায়।

ওই ব্যাচেরই এক পুলিশ কর্মী কমল বাবু বলেন এটা আমাদের ১৯৯৩ সালের শিমুলিয়া ব্যাটেলিয়ানের ১৬৫ ব্যাচ।আমরা প্রতি বছর এই রকম অনুষ্ঠান করি।এই বার বর্ধমানে গাংপুরে হচ্ছে।

আমরা তখন ৬০ জন ছিলাম।এখন তাঁরা রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত আছেন।এখানে আজ তাঁরা সবাই আছেন।এটা আমাদের তৃতীয় বর্ষ।এই অনুষ্ঠান কে ঘিরে নানান সংস্কৃত অনুষ্ঠানও করা হয়।অনেক দিন পর একসঙ্গে বন্ধুদের পেয়ে খুবই ভালো লাগছে।মনে হচ্ছে যেন আমরা সেই ১৯৯৩ সালের বন্ধু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − thirteen =