নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শঙ্খের উপর ‘কুরুক্ষেত্রে কৃষ্ণে’র দৃশ্যপট খোদাই করে জাতীয় পূরস্কার পেলেন বাঁকুড়ার ইন্দপুরের হাটগ্রামের বাবলু নন্দী । চলতি সপ্তাহে দিল্লীর বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল শঙ্খ শিল্পী বাবলু নন্দীর হাতে এই পূরস্কার তুলে দেন ।
অতীতে নানা শিল্প যেমন ডোকরা শিল্প,পোড়ামাটির শিল্প প্রভৃতি শিল্পের হাত ডিজরে এই জেলায় এসেছে নানান কেন্দ্রীয় পুরস্কার কিন্তু শঙ্খ শিল্পে বাবলু নন্দীর হাত ধরে জাতীয় পুরস্কার এই প্রথম ।
যে শিল্প কর্মের জন্য বাবলু নন্দী জাতীয় পূরস্কার পেলেন সেই শঙ্খে রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনের যুদ্ধ যাত্রা, বিশ্বরুপ দর্শণ, কর্ণের রথের চাকা মেদিনী গ্রাস করা ও প্রতিজ্ঞাভজ্ঞ করে কৃষ্ণের অস্ত্র ধারণ দৃশ্য।