শতবর্ষ প্রাচীন হুগলির কারাগারের দুর্গাপূজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২৭,সেপ্টেম্বর :: হুগলি কারাগার প্রাঙ্গণে স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত শতবর্ষে পদার্পণ করল দুর্গাপূজা। এক মহতী আয়োজনে সেই উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ কারাগারে বন্দী জীবন তাদেরকে মা দুর্গার আরাধনা থেকে বিরত করতে পারেনি। ১৯২৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয় মায়ানমারের মান্দালয়ের কারাগারে।

সেই অনুপ্রেরণায় পরবর্তীকালে হুগলি কারাগার ও আন্দামানের সেলুলার কারাগারেও দুর্গোৎসবের সূচনা হয়। হুগলি কারাগারের প্রাঙ্গণে সেই ঐতিহ্য এখনও অব্যাহত, আর আজ সেই পূজা পৌঁছল শতবর্ষে।

ইতিহাস সাক্ষ্য দেয়, একসময় এই কারাগারেই বন্দি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দাস। সেই স্মৃতি অম্লান রেখেই আজকের এই দুর্গোৎসবের ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় মহৎ বস্ত্রদান কর্মসূচির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে দুর্গা প্রতিমার শুভ উদ্বোধন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ।

হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক হুগলি কারাগারে আজ প্রতিধ্বনিত হল এক সুর—“দেবী আরাধনা স্বাধীনতার অমোঘ প্রেরণা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + six =