নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: বসিরহাটে মানুষকে বারবার নতুন চিন্তা নতুন ভাবনা দিয়ে আসছেন একদিকে কালীপুজো অন্যদিকে দীপাবলি আর তারপরে গণ ভাইফোঁটা সীমান্ত থেকে সুন্দরবনের যেসব অনাথ দুস্থ শিশু আছে।
রাস্তা থেকে মঞ্চে তুলে নতুন বস্ত্র তুলে দিয়ে মিষ্টিমুখ ভুরিভোজের মধ্য দিয়ে তাদের কর্মযজ্ঞ চালিয়ে আসছেন দীর্ঘ কয়েক যুগ ধরে । তাদের কাছে এইসব শিশুরা বঞ্চিত না হয় তার জন্য মানব সেবায় এই কাজ করে যাচ্ছেন।
শ্রাবন্তী মজুমদার মৌসুমী দাস সৌভিক বসু কল্যাণ বসু তারা জানান প্রতিবছরই আমাদের এই কাজ করতে ভালো লাগে সম্পূর্ণ আপনার নিজস্ব উদ্যোগে এই সংগঠন করি নিজের অর্থ দিয়ে।
কেউ যেন না ভাবে যে আজকের এই ভাইফোঁটার দিনে কোন অনাথ শিশু সেই আক্ষেপ না থাকে তাদের।
এই জন্য আজকে পূজা মন্ডপের মঞ্চে তুলে তাদেরকে একদিকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ অন্যদিকে মিষ্টিমুখ নতুন বস্ত্র দুপুরে ভুরিভোজের মধ্য দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করাই আমাদের মূল লক্ষ্য যতদিন আমরা বেঁচে থাকবো কতদিন এই পরিষেবা দিয়ে যাব মানুষের পাশে থাকতে চাই

